"শাহরাস্তিতে বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট"

S M Ashraful Azom
"শাহরাস্তিতে বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট"
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছামুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 

রকি সাহাঃ ২৫ জুন সোমবার বেলা ৩ টায় টামটা দক্ষিন ইউনিয়নের শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে - বঙ্গমমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ উল্লাহ্‌ বিএসসি, বিএড - এর সভাপতিত্বে -বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টামটা দক্ষিন ইউনিয়নের সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায়

ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টামটা দক্ষিন ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সফিকুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশনের সৌদি আরব অফিস ইনচার্য সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলত পারভীন, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবিনা ইয়াছমিন।

কুলশী প্রাথমিক বিদ্যালয় ও টামটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার বালক - বালিকাদের দুইটি আলাদা খেলায় টামটাকে ১- ০ গোলে হারিয়ে কুলশী প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।

খেলার ১০ মিনিটের মাথায় গোল করেন আরিফা জাহান, অপর খেলায় ছেলেদের মধ্যে গোল করেন মো: কাইয়ুম।খেলা পরিচালনা করেন - মো: জাহাঙ্গীর অালম। ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top