
রকি সাহা, চাঁদপুর প্রতিনিধি: ২৭ শে জুন বুধবার সকাল ১২টায় ফরিদগঞ্জ ডিজিটাল মডেল স্কুলে ডেসটিনি ২০০০ লিমিটেড এমডি ও চেয়ারম্যান এর মুক্তির দাবীতে ঈদ পূনর্মিলনী ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেসটিনি ব্লাড ব্যাংকের চাঁদপুর জেলা কো-অডিনেটর মোঃ সোহেল রানার সঞ্চালনায় ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের ফরিদগঞ্জ উপজেলার আহবায়ক মোঃ মহিউদ্দিন এর সভাপততিত্ত্বে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর কুমিল্লা বিভাগীয় সদস্য ও চাঁদপুর জেলা কো- অডিনেটর আব্দুল খালেক মীর। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর কুমিল্লা বিভাগীয় সদস্য কাজী মোজ্জামেল হোসেন ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর কুমিল্লা বিভাগীয় সদস্য শামছুলআলম শাহিন।
এছাড়া ও উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর চাঁদপুর সদর উপজেলার আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর অন্যতম লিডারগন মোম জসিম উদ্দিন,মোঃ হুমায়ুন, মোঃ এমরান হোসেন, সালে আহম্মেদ, গবিন্দপুর ইউনিয়ন এর সাবেক ১০ নং মেম্বার মোঃ মনির হোসেন,মোঃ বিল্লাল হোসেন,আলমগীর হোসেনসহ প্রমূখ।
আলোচনা সভায় ডিটুকে এসোসিয়েটস এর পন্য সরিষার তেল ক্রেতা পরিবেশকদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত সকলে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর মুক্তি দাবি জানান।