
সেবা ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের আস্থা আর ভালোবাসার নাম এখন মোঃ জাহাঙ্গীর আলম। এলাকায় দানবীর হিসাবে পরিচিত জাহাঙ্গীর আলমের রয়েছে বর্ণিল রাজনৈতিক ক্যারিয়ার।
আপামর জনসাধারণের সাথে সম্পৃক্ত সাদা মনের এই মানুষটি যায়গা করে নিয়েছে গাজীপুরের প্রতিটি মানুষের অন্তরে। মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা এই জনবান্ধব নেতাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাই লোকমুখে এখন শুধু জাহাঙ্গীর আলমের বদান্যতার গল্প।
গরিব মানুষের শেষ আশ্রয় হয়ে দাড়িয়েছে জাহাঙ্গীর আলমের নিজের সৃষ্ট ‘জাহাঙ্গীর ফাউন্ডেশন”।গরিব অসহায় মানুষ আর মেধাবী ছাত্রছাত্রীদের আশার প্রতীক এই ফাউন্ডেশনটি। তিনি নিজ উদ্দোগ্যে যানযট নিরসনে ১০০ জন কমিউনিটি পুলিশের বেতনের ব্যবস্থা করেছেন।যেকোন বিপদে নিজের সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছেন এই অত্যন্ত পরোপকারী মানুষটি।অসহায় বৃদ্ধমানুষের কথা চিন্তা করে গড়ে তোলা তার বৃদ্ধাশ্রমে আশ্রয় মিলেছে শতাধিক বাবা-মায়ের।
সাধারণ মানুষের এখন একটাই চাওয়া ,সুন্দর মনের এই মানুষটির হাতেই যেন উঠে নগরভবনের চাবি। তাতেই যেন পরম শান্তি খুজে পাবে গাজীপুরবাসী।
-