সংখ্যালঘু ভোটারকে অপমান-অপদস্ত করলো মেয়র প্রার্থী হাসান উদ্দিন

S M Ashraful Azom
সংখ্যালঘু ভোটারকে অপমান-অপদস্ত করলো মেয়র প্রার্থী হাসান উদ্দিন

সেবা ডেস্ক: ২৬ জুন মঙ্গলবার গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ২৩ জুন জাহাঙ্গীর আলমকে নগরীর গুরুত্বপূর্ণ বিপনী বিতান গুলোতে গণসংযোগ করতে দেখা যায়, আর হাসান উদ্দিন সরকারকে নগরীর রাজবাড়িতে গণসংযোগে ব্যস্ত দেখা যায়। গণসংযোগকালে এক হিন্দু পরিবারকে কটাক্ষ করার অভিযোগ পাওয়া যায় হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে।

সকাল ১১টার দিকে নেতা কর্মীদের নিয়ে রাজবাড়ি এলাকায় গণসংযোগের উদ্দেশ্যে যান হাসান উদ্দিন সরকার। এর পরে রাজবাড়ি এলাকায় অবস্থিত বাড়ি ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন হাসান উদ্দিন সরকার। রাজবাড়ির দক্ষিণে অবস্থিত পুরাতন এক এলাকায় গণসংযোগ কালে দুইতলা বিশিষ্ট পুরাতন এক বাড়ির সামনে পৌঁছে হাসান উদ্দিনের নির্বাচনী বহর। উল্লেখ্য বাড়িটি এক হিন্দু পরিবারের। স্বাধীনতার বহু আগে থেকেই এই বাড়িতে বসবাস করে আসছে পরিবারটি। বাড়ির প্রধান ফটকে গিয়ে হাসান উদ্দিন সরকার কড়া নাড়েন। কিন্তু বাড়ির ভেতর থেকে এক মহিলা উত্তর দেন যে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে বাড়ির দরজা খুলতে পারছেননা তিনি। এ শুনে হাসান উদ্দিন জবাব দেন যে, ‘পুরুষ নেই তো কি হয়েছে? আপনি তো আছেন, দরজা খুলেন, আপনাদের তো আর মুসলিম মহিলাদের মত পরপুরুষের কাছে মুখ দেখানোর ওপর কোন নিষেধাজ্ঞা নেই।‘

তার এমন বক্তব্যের পর ওপাশ থেকে কোনো জবাব আসেনি এবং বাড়ির ফটকও খোলেনি কেউ।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার এক মুরুব্বির কাছ থেকে জানা যায় যে, আজ সংখ্যালঘু বলে, ভদ্রমহিলাকে এভাবে অপদস্ত করে গেলেন হাসান উদ্দিন সরকার। আসলে হিন্দু ভোটারদের ভোট কম হওয়ায় তাদের ভোট বিএনপি প্রার্থীর কাছে মূল্যহীন। তা নাহলে এমন মন্তব্য করবার আগে কয়েকবার ভাবতেন হাসান উদ্দিন সরকারের মত প্রবীণ নেতা।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top