কুড়িগ্রামে একই রশিতে নব-দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

S M Ashraful Azom
কুড়িগ্রামে একই রশিতে নব-দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ডা. জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির শোবার ঘর থেকে মিলন ও মনিষা বানু নামে নব-দম্পত্তির একই রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ২০ জুন বুধবার দুপুরে থাকার ঘর থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় নব-দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

এলাকাবাসী জানায়, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র মিলন (২০) একই এলাকার আইয়ুব আলীর কন্যা মনিষা বানু (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সুত্র ধরে গত ১ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে তাদের এ বিয়ে পারিবারিক ভাবে মেনে নিতে না চাইলেও পরে তা মেনে নেয় উভয় পরিবার।

গত মঙ্গলবার রাতে নব-দম্পত্তি স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে মিলনের শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করে। তাতেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন এলাকাবাসীকে সাথে নিয়ে দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজার রহমান জানান, নব-দম্পত্তির আত্মহত্যার কারন এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটতে পারে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top