
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে ৭০ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও গ্রামে।
স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, বীরগাঁও গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের শিশু কন্যা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৭) ২৬ জুন মঙ্গলবার দুপুর ১ টার দিকে ব্র্যাকের শিশু শিক্ষা কেন্দ্র থেকে পাঠদান শেষে বাড়ি ফিরছিলেন।
একই গ্রামের মোশারফ হোসেন মুছা (৭০) ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যান এবং তাকে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে এসে শিশুকে উদ্ধার করেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। বকশীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে একই দিন সন্ধ্যা ৭ টার দিকে অভিযুক্ত মোশারফ হোসেন মুছা কে আটক করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তাওহিদুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।