শাহরাস্তি ল্যাবরেটরি স্কুলে ১২-তম স্টুডেন্ট-অব-দ্যা-উইক-২০১৮

S M Ashraful Azom
শাহরাস্তি ল্যাবরেটরি স্কুলে ১২-তম স্টুডেন্ট-অব-দ্যা-উইক-২০১৮
রকি সাহা(চাঁদপুর জেলা প্রতিনিধি: ৫ জুলাই বৃহস্পতিবার শাহরাস্তি ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে ১২ তম স্টুডেন্ট অব দ্যাা উইক ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

ক্লাস ভিত্তিক চারজন শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম প্রধানিয়ার সভাপ্রধানে - সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি প্রেসক্লাব এর সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার মো: জাহাঙ্গীর অালম হৃদয়, ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষক, শামীমা ফেরদৌসী, নুসরাত জাহান, বিল্লাল হোসেন, কানিজ ফাতেমা, তাজুল ইসলাম, কুলসুম আক্তার, মমতাজ আক্তার, টিটু রানী দাস, সম্পা পাল, আমেনা আক্তার, সুইটি আক্তার তানিয়া, তাসলিমা আক্তার, তুহিন আক্তার, সালমা আক্তার, হাসিনা আক্তার প্রমুখ।

স্টুডেন্ট অবদি উইক ২০১৮ নির্বাচিত হয়েছেন - ৩য় শ্রেনীর তাসফিয়া সাদ আরিবা, ৪র্থ শ্রেনীর তাওহিদুল ইসলাম রাফী, ৫ম শ্রেনীর সামিয়া নাজনীন তুলন, ও ৬ ষ্ঠ শ্রেনীর শাকিল আহমেদ।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top