শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

S M Ashraful Azom
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

রকি সাহা: শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ২৫জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই বুধবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান মিন্টু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ ওবায়দুল হক মজুমদার(ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল আক্তার (আনারস) প্রতিক বরাদ্দ পেয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে, ৩ জুলাই মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এ দিকে ৪ জুলাই বুধবার প্রতিক পাওয়ার পর দুপুর ২টা থেকে আনুষ্ঠানিক প্রচারণা (মাইকিং) শুরু করেছেন। শাহরাস্তি উপজেলায় সর্বমোট ভোটার ১ লক্ষ ৬৮ হাজার ৭শত ৪৮ জন এতে পুরুষ ভোটার ৮৩ হাজার ৫০২জন ও মহিলা ভোটার ৮৫ হাজার ২শত ৪৬জন। ১শত ৭৬টি গ্রাম নিয়ে গঠিত ভোট কেন্দ্রের সংখ্যা ৫৭টি। উল্লেখ্য শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী পদত্যাগ করায় এ উপজেলা পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top