বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশ্ববরেণ্যদের বিশেষ উক্তি

Seba Hot News
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশ্ববরেণ্যদের বিশেষ উক্তি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির খেতাব পেয়েছেন তিনি। এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ এই অবিসংবাদিত নেতাকে নিয়ে উক্তি করে গেছেন বিশ্ববরেণ্য অনেকেই।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আজাদ বলেছেন-
শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত- বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ। জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।”
নোবেল বিজয়ী উইলিবান্ট বলেছেন:
মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস
করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে l
বিপ্লবী ফিদেল কাস্ত্রো বলেছেন:
আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,
আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকেl
ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাত বলেছেন:
আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্যl
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন:
শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত।
তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্যসাধারণ সাহসিকতা এশিয়া ও
আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল।
ইরাকি নেতা সাদ্দাম হোসেন বলেছেন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
কেনেথা কাউণ্ডা বলেছেন:
শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিলেনl
জেমসলামন্ড, ইংলিশ এম পি বলেছেন:
বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম
হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান
সন্তানকে।
পশ্চিম জার্মানী পত্রিকায় লেখা হয়-
শেখ মুজিবকে চতুর্দশ লুই’য়ের সাথে তুলনা করা যায়। জনগণ তার কাছে এত প্রিয় ছিল যে লুই’য়ের মতো তিনি এ
দাবি করতে পারেন- আমি’ই রাষ্ট্র।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন:
আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top