ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সড়ক পরিবহন আইন ২০১৮- এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার শ্রমিক কর্ম বিরতিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তান্ডব চালিয়েছে শ্রমিকরা।

দেশব্যাপি এ কর্মসূচীর অংশ হিসেবে শ্রমিকরা শুধু কর্ম বিরতিতেই ক্ষান্ত থাকেনি। রোববার সকাল থেকেই মটর শ্রমিকদের একাংশ স্ব-দলবলে ঝাপিয়ে পরে রাস্তায় চলমান ছোট যানবাহন ও যাত্রীদের ওপরে।
ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্তঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত

এসময় তারা হাতে কালি রং, আলকাতরা ও পোড়া মবিল নিয়ে রাস্তায় চলমান অটো রিক্সা, ডিজেল চালিত ত্রি-হুইলার ও রিক্সা চালকদের মুখে এবং গায়ে কালির প্রলেপ দিয়ে দেয়। এত যান চলাচল পুরোপুরি বন্ধ হলে বিপাকে পরে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারন পথচারীরা।

এ সময় পথচরীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। তাদের তান্ডব লীলা থেকে বাদ পরেনি রোগী বহনকারী গাড়ী সহ জরুরী পরিবহনের গাড়ীও।
ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্তঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত
তান্ডব লীলায় ভুক্তোভোগী রিক্সা চালক সলেমান জানান, আমি পরিবহন ধর্মঘট বা কর্মবিরতীর কথা জানি। কিন্তু আমাদের মত ছোট যানবাহনকেও তারা চলতে দেবেনা তা জানতাম না। পেটের দায়ে রিক্সা নিয়ে বের হলে আমাকে সহ রিক্সার যাত্রীকেও লাঞ্ছিত করেছে তারা। আমার রিক্সাটিরও ক্ষতি সাধন করেছে তারা।
ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্তঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত
জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, সাধারন সম্পাদক মো: আব্দুল জব্বার জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে এ কর্মসূচীর ডাক দিয়েছি। যারা এ ধরনের তান্ডব করছে আমরা তাদের সমর্থন করিনা।
ঠাকুরগাঁওয়ে কর্ম বিরতির নামে শ্রমিকদের তান্ডব: জনজীবন বিপর্যস্ত
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজুর রহমান জানান, আমরা বিষয়টি জেনে সে জায়গা গুলিতে ফোর্স পাঠিয়েছি। তারা যেনো এ ধরনের কাজ আর করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top