
রকি চন্দ্র সাহা: ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে দৈনিক ডেসটিনি প্রতিনিধিদের মাসিক মতবিনিময় সভা চাঁদপুর নেট অফিসে অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রতিনিধি রকি চন্দ্র সাহার সঞ্চালনায় এবং হাজীগঞ্জ প্রতিনিধি শাহ আলম চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
দৈনিক ডেসটিনি চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর সুমন কুমার দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা কো-অর্ডিনেটর (সার্কুলেশন) আবদুল খালেক মীর।
এছাড়াও বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, মোঃ সোলেমান, জসিম উদ্দিন সহ প্রমুখ। মতবিনিময় সভায় দৈনিক ডেসটিনির বিভিন্ন কার্যক্রম নিয়ে সকল প্রতিনিধি মুক্ত আলোচনা করেন। পরিশেষে দৈনিক ডেসটিনির সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীনের কারামুক্তি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।