
ওয়াসিম হায়দার: লোহাগাড়া পদুয়া ইউনিয়নের অাধারমানিক বিদ্যাকানন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২৭ নভেম্বর সকাল ১১ টায় একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। একাডেমীর শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অাবুল কালাম অাজাদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল,ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন,অাধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু হাজারী,পদুয়া ইউপি সদস্য মো: অালমগীর,মাষ্টার অাবুল বশর ও তাপস পাল প্রমূখ। এতে শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক,শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে সংবর্ধিত করা হয়।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।