জামালপুরের ৫টি আসনে পিতা-পুত্রসহ ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

S M Ashraful Azom
0
জামালপুরের ৫টি আসনে পিতা-পুত্রসহ ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: জামালপুরের ৫টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে পিতা-পুত্রসহ ৫২ জন প্রার্থী জেলা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারদের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, যে সকল প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেনে তারা হলেন-

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি) তার ছেলে শাহাদাত বিন জামান শোভন (স্বতন্ত্র), সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম (বিএনপি), সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি (আ’লীগ), বকশীগঞ্জ উপজেলা আ‘লীগের সভাপতি নুর মোহাম্মদ (আ’লীগ) সাবেক মন্ত্রী এম.এ সাত্তার(জাপা এরশাদ) ও আব্দুল মজিদ (ইসলামী আন্দোলন) সুরুজ্জামান(ন্যাপ),জাহাঙ্গীর আলম (মঞ্জু জাপা)।

জামালপুর-২ (ইসলামপুর): ফরিদুল হক খান এমপি (আ’লীগ), সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু (বিএনপি), চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম (বিএনপি), সিপিবি’র সাবেক প্রেসিডেন্ট কমরেড মনজুরুল আহসান খান (সিপিবি), মোস্তফা আল মাহমুদ (জাপা), মোঃ মনোয়ার হোসেন(বিএনপি) মুফতি মিনহাজ উদ্দিন (ইসলামী আন্দোলন)

জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ): বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি(আ’লীগ) বিএনপির কেন্দ্রীয় জয়বায়ু বিষয়ক সম্পাদক ৯০এর ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল(বিএনপি),ব্যরিস্টার এম. বদরুদ্দোজা বাদল(বিএনপি), কর্ণেল অব. মনজুর আহাদ হেলাল(জাপা), সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব নইম জাহাঙ্গীর(গণফোরাম), আ: হাকিম শান্তি(জাকের পার্টি),শফিকুল ইসলাম (বাসদ), হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন(ইসলামী আন্দোলন), হাফেজ-মাওলানা-সাংবাদিক মাসুম বিল্লাহ (বিকল্পধারা), অধ্যক্ষ আবদুর রউফ হীরা(এনপিপি), শিবলুল বারী রাজু (সিপিবি),এম. শফিকুর রহমান(সতন্ত্র) প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জামালপুর-৪ (সরিষাবাড়ী): সাবেক এমপি ডা. মুরাদ হাসান (আ’লীগ), জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম (বিএনপি) মোখলেছুর রহমান (জাপা) মোস্তুফা বাবুল (বিএনএফ) রবিউল ইসলাম তরফদার(গণফোরাম) এম এল ফারুক (জাসদ ইনু) হাফেজ মাওলানা আলী আকবর (ইসলামী আন্দোলন) জামালপুর-৫ আসন (সদর) আসন: মোজাফফর হোসেন (আ’লীগ), সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি(আ’লীগ), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী(সতন্ত্র), কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক মেয়র, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন(বিএনপি), সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মুক্তিযোদ্ধা সিরাজুল হক(বিএনপি),মো.আমির উদ্দিন (জেএসডি), অ্যাডভোকেট বাবর আলী খান(জেপি),আব্দুল করিম সরকার (বিএনএফ), ইউনুস আলী(ইসলামী আন্দোলন) কাজী নজরুল ইসলাম (জাপা), আল আমিন জু রহমান(মুসলিম লীগ) নজরুল ইসলাম(জাকের পার্টি) শেখ মুহাম্মদ আলী আক্কাস (সিপিবি) ও বেলাল উদ্দিন (খেলাফত আন্দোলন)সহ ৫২জন মনোনয়ন পত্র দাখিল করছেন বলে জানাগেছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top