
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৬ নভেম্বর বেলা ১১ টায় রংপুর কাউনিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনব্যাপি এক সমাবেশ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম. নাজিয়া সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর আনসার ভিডিপি’র উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আনসার ভিডিপি বাহিনীর ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত এবং এ বাহিনীর প্রশিক্ষিত সদস্য-সদস্যাগণ সুবিন্যস্ত রয়েছে।
জাতীয় উন্নয়নে শুধু দেশেই নয় বিশ্বের মধ্যে একটি সর্ববৃহত্ স্বেচ্ছাসেবী কর্মী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত এবং এ বাহিনীর সদস্য-সদস্যাগণ দেশব্যাপি শান্তি, শৃংখলা, উন্নয়ন ও সর্বত্র প্রশংসিত অবদান রাখতে সক্ষম।
দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে আনসার ভিডিপির অগ্রণী ভূমিকা বহুল প্রশংসনীয়। তিনি জাতীয় আর্থসামাজিক গণোন্নয়ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে স্থানীয় চুরি ডাকাতি, ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসা, অন্ত্রবাজি ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন এবং ক্ষুধা, দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণ তথা জাতির সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।
একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রক্ষাসহ সমাজের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সহিত সকলের নৈতিক ও পবিত্র দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী খাতুন, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ ও উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ ছাইফুল ইসলাম, ভিডিপি দলনেতা শাহজাহান আলী ও দলনেত্রী মাহফুজা বেগম প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভাল কাজে বিশেষ অবদান রাখার জন্য সদস্য সদস্যাদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় সমাজসেবী গন্যমান্য ব্যক্তিবর্গ ও বহি:বিভাগীয় কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্য-সদস্যাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।