সরিষাবাড়ীতে নাজুক বিএনপি গোপনে করছে সাংগঠনিক কাজ

S M Ashraful Azom
0
BNP is secretly organizing secret work in Sarishabari

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নাজুক অবস্থায় বিএনপি। প্রশাসনের নজরদারীর কারণে গোপনে চলছে সংগঠন শক্তিশালী করার কাজ। পৃথক তিনটি নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা। তবে বিএনপি বলছে, সাংগঠনিকভাবে শক্তিশালী তারা।

জানা গেছে, সরিষাবাড়ীতে বিএনপির অধিকাংশ দলীয় কার্যক্রম উপজেলা কার্যালয়ভিত্তিক। কেন্দ্রীয় কর্মসূচিগুলোও উপজেলা কার্যালয়ের বাইরে করার সুযোগ নেই। বিক্ষোভ, মানববন্ধন বা মিছিল শুধুমাত্র আরামনগর বাজারকেন্দ্রীক করা হয়ে থাকে। এর বাইরে প্রশাসন ও প্রতিপক্ষ দলের ভয়ে তারা করার সাহস পান না। সম্প্রতি কয়েকটি ইউনিয়নে অঙ্গ সংগঠনের শাখা কমিটি গঠণের সভা করা হলেও হামলার ভয়ে তা গুটিয়ে উপজেলা কার্যালয়ে আনা হয়েছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটি ও এজেন্ট নিয়োগ প্রক্রিয়া চলছে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেও কার্যত তাঁর কার্যক্রম বাসভবনভিত্তিক। নির্বাচিত হওয়ার প্রথম কিছুদিন কার্যালয়ে বসলেও বর্তমানে তিনি পুরোপুরি উপজেলা পরিষদে অনুপস্থিত। বাড়িতে বসেই তাঁর দাপ্তরিক সব কাজের স্বাক্ষর দেন। এদিকে বর্তমানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠ গোছানোর কাজে ব্যস্ত।

এ ব্যাপারে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকার দশম সংসদের মতোই পাঁতানো নির্বাচন করতে চাচ্ছে। দলীয় কর্মসূচি হাতে নিলেও প্রশাসন বাঁধা দিচ্ছে, গায়েবী মামলায় গ্রেফতারের আতঙ্ক বিরাজ করছে। তবুও বিএনপি সাংগঠনিকভাবে সরিষাবাড়ীতে মজবুত। এখানে কোনো গ্রুপিং ও নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীও নেই। নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করলে এবং মানুষ নির্বিঘেœ ভোট দিতে পারলে এ আসনে আমি সংসদ সদস্য নির্বাচিত হবো।’

এদিকে পৃথক তিনটি নাশকতা পরিকল্পনার মামলায় শতাধিক আসামী বিএনপির। সর্বশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন আরামনগর মহিলা কলেজ মোড়ে ঝটিকা মিছিল বের করায় একটি মামলা হয়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন শক্ত রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top