
সেবা ডেস্ক: গত ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপছিল ঘোষনা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ। আওয়ামীলীগের নেতাকর্মীরা রয়েছে ফুরফুরে মেজাজে। সকল জল্পনা কল্পনা শেষে বিভিন্ন মাধ্যমে পাওয়া খবরে জামালপুর-১ আসনে এখন পর্যন্ত ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
এরা হলেন বর্তমান এমপি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ডাঃ মোসাদ্দেকুর রহমান, ডাঃ মনিরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামীলীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখ্খার হোসেন খোকন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুজ্জামান জামান।
এদিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ (জামালপুর-১) আসনের বিএনপির মধ্যে রয়েছে নিরবতা আর শংকা। তাকিয়ে আছে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনার উপর। বিএনপির মনোনয়ন যুদ্ধ শুরু না হলেও আলোচনায় রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত ও সাহিদা আক্তার রিতা। এদের মধ্যে আব্দুল কাইয়ুম ও রশিদুজ্জামান মিল্লাতের মধ্যেই মনোনয়ন থাকবে বলে নেতাকর্মীরা জানান।
এদিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা দুই উপজেলাতেই দলের উন্নয়ণ কর্মকান্ড তুলে ধরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে । অপরদিকে বিএনপির নেতাকর্মীরা ছিল নিশ্চুপ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।