
কালিহাতি প্রতিনিধি: প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। বেসরকারী শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা প্রদান করায় এ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলেঙ্গা সরকারী শামসুল হক কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এলেঙ্গা বাসষ্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল করীম, কালিহাতী উপজেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, উপধ্যক্ষ নয়া মিয়া, অধ্যাপক হাসান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বাশিপের সাধারন সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।