ভূঞাপুরে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন

S M Ashraful Azom
0
ভূঞাপুরে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন

অভিজিৎ ঘোষ, ভূঞাপুর ও গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকের ব্যাংকিং ব্যাবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে ১০ (দশ) টাকায় ব্যাংক হিসাব খুলে সঞ্চয়সহ কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছে। অত্র উপজেলায় ৪৬৫৫৪ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। 

প্রকৃত কৃষক পরিবার চিহ্নিত করণসহ কৃষি উপকরণ বিতরণের স্বার্থে ৪৬৫৫৪ জন কৃষকের কৃষি কার্ড তৈরীকরণ ও বিতরণ করা হয়। এছাড়া ২০-৫০ ভাগ ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শ্রমিক সংকট মোকাবেলায় কৃষি যন্ত্রপাতি ট্রাক্টর,পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, রিপার, কম্বাইন হারেবেস্টার, রাইচট্রান্সপ্লান্টার ২০-৫০% ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। 

এছাড়া বন্যায় কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রায় ৩ কোটি টাকার কৃষি উপকরণ বীজ, সার, নগদ অর্থসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকের মাঝে ৩০% ভর্তুকিতে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

সুবিধাভোগী কৃষকরা জানান, সরকার কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা গ্রহন করেছে। কৃষকরা বিনামূল্যে সার-বীজ, বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করছে। কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি পরিবারে সচ্ছলতা বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, কৃষিতে গুরুত্ব বেশি দেয়া হয়েছে। কৃষির উন্নয়নে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারও কৃষিখাতে বেশি গুরুত্ব দিয়েছে। এডিপি হতে গত অর্থ বছরে কৃষি উন্নয়নের জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে। পাশাপাশি কৃষি উন্নয়নে উপজেলা পরিষদ থেকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেয়া হয়েছে। এছাড়া এই উপজেলায় কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top