
জাকারিয়া জাহাঙ্গির: বিএনপির মহাসচিব, এলজিআরডি মন্ত্রী, চারদলীয় ঐক্যজোটের অন্যতম রূপকার ও লিঁয়াজো কমিটির চেয়ারম্যান এক সময়ের বিএনপির তুখোড় নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে হটিয়ে যিনি এমপি হয়েছিলেন এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর যিনি দায়িত্ব পেয়েছিলেনÑ সেই আওয়ামী লীগ নেতা আলহাজ মাও. নুরুল ইসলামের জানাযা হল না জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে। এ নিয়ে তার নিজ এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
মাও. নুরুল ইসলাম বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর এ্যাপোলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫ টায় মারা যান। নিয়ম অনুযায়ী প্রতিটি এমপি বা সাবেক এমপির মৃত্যুর পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা নামাজ ও গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে তাঁর জানাযা হওয়ার কথা থাকলেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই তা বাতিল করা হয়। এদিকে তাঁর নিজ এলাকা সরিষাবাড়ীতে বিকেল ৪টায় জানাযা হওয়ার কথা থাকলে ঢাকা থেকে মরদেহ পৌঁছে সাড়ে ৪টায়। মাগরিব নামাজের পর যমুনা সার কারখানার এমপ্লয়িজ ক্লাব মাঠে জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযা নামাজের পূর্বে বিপুল সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান ফরিদুর কবীর তালুকদার শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ কয়েকজন।
এদিকে মাও. নুরুল ইসলামের মৃত্যুর পরও ৭১’র মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি। জানাযা নামাজের আগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বিষয়টি তুলে ধরে বলেন, ‘কেউ কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মাও. নুরুল ইসলামকে রাজাকার বলে থাকে, তিনি এ অপবাদ নিয়েই চির বিদায় নিলেন। যারা তাঁকে এ অপবাদ দিয়েছে আমরা তাদের ক্ষমা করতে পারবো না।’ উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী মাও. নুরুল ইসলামকে রাজাকার উল্লেখ করে বক্তব্য রাখেন। বিষয়টি নতুন করে আলোচনার চলার মধ্যেই তিনি মারা যান।
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।