
রৌমারী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮,কুড়িগ্রাম-৪(রৌমারী,রাজিবপুর ও চিরমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসি। বুধবার দুপুরের দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রিজাইডিং অফিসার দীপঙ্কর রায় এর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র কিনেছেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ইউএনও অফিসের অফিস সহকারি মো. আব্দুল হাই। এছাড়াও অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।
এসময় মজিবুর রহমান বঙ্গবাসি বলেন, এলাকার অধিকাংশ লোকেই আমাকে চায়। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি। বিগত নির্বাচনে ভোটারা আমাকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আবারোও এলাকার মানুষের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলাম। আশা করি এলাকার সর্বস্তরের জনগণ আবারো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তবে মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যাকেই মনোনয়ন দিবেন আমি তারই কাজ করবো। আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। এ পর্যন্ত রৌমারী নির্বাচন অফিস কার্যালয় থেকে ১৫জন মনোনয়নপত্র কিনেছেন।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।