
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় সাদ্দাম হোসেন খান কে সভাপতি ও সাইফুল ইসলাম সিয়ামকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের নতুন কমিটিতে শেখ রাসেল হাসান রকি ও আবিদ সিকদারকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়াও এই কমিটিতে মোবারক হোসেন ও ফুয়াদ হাসান হৃদয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ২৬ নভেম্বর সোমবার রাতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্যাডে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। এই নতুন কমিটি এক বছরের মধ্যে উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
জানা যায়, মির্জাপুর উপজেলা ছাত্রলীদের নতুন কমিটির সভাপতি সাদ্দাম খান ঢাকা কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম ইআইটি পলিটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওযামী লীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্তসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ।
নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই মূহুর্তে তাদের প্রধান কাজ হবে ছাত্রলীগের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। এ কাজে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।