
সেবা ডেস্ক: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ও সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য ছিলেন ১১ জন। তন্মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত গত হওয়ায় পদটি খালি ছিল। বর্তমানে ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ও কর্ণেল(অব.) ফারুক খান যোগ হওয়ায় সংসদীয় মনোনয়ন বোর্ডের মোট সদস্য সংখ্যা ১২ জনে উন্নীত হল।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, ১. শেখ হাসিনা, ২. ওবায়দুল কাদের, ৩. সৈয়দা সাজেদা চৌধুরী, ৪. আমির হোসেন আমু, ৫. তোফায়েল আহমেদ, ৬. সৈয়দ আশরাফুল ইসলাম, ৭. শেখ ফজলুল করিম সেলিম, ৮. কাজী জাফরউল্লাহ, ৯. অধ্যাপক ড. আলাউদ্দীন, ১০. রশিদুল আলম, ১১. ড. আব্দুর রাজ্জাক, ১২. কর্ণেল (অব.) ফারুক খান।
প্রসঙ্গত আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়ে থাকে সংসদীয় মনোনয়ন বোর্ড।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।