
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এসএসসি ভোকেশনাল এর নবম শ্রেণির পরীক্ষায় অংশ নেয়া নয় পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সোমবার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও টুপকারচর দাখিল মাদরাসা কেন্দ্রের পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়।
জানা গেছে, ওই দিন বিজ্ঞান পরীক্ষা চলাকালে নকল করার সময় সংশ্লিষ্টদের কাছে দরা পড়ে নয় পরীক্ষার্থী।
পরে তাৎক্ষণিকভাবে তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন মানিক মিয়া, সোহেলা মিয়া, বিশাল দাস, শ্রী সুমন রবিদাস , রবিউল ইসলাম জুবায়েদ হাসান, কল্পনা আক্তার, নাছির মিয়া ও ইমরান হোসেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বহিস্কারেরর বিষয়টি নিশ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।