টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ৮ টি আসনের মধ্যে ৭টি আসনে ১৪জন প্রার্থীকে দলীয় চিঠি দিয়েছে বিএনপি। ফলে তৃনমূল বিএনপি’র নেতা কর্মী ও সাধারন ভোটারগন বিপাকে পড়ে গেছেন।
মনোনয়নের এ চিঠি পাওয়া নেতারা হলেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাইনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪(কালিহাতী) লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫(সদর) মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান এবং টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান।
এই আসনগুলোর নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন, তারা অনেকেই নাশকতা মামলা সহ বিভিন্ন মামলার আসামী। তারা যদি ক্ষমতায় যায়, তবে আগের মতই এলাকায় তাদের সাপোর্টার বিএনপি নেতাদের চাঁদাবাজী সহ, সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাবে। দেশ বামপন্থিদের হাতে চলে যাবে। তারা আরও বলেন, প্রতি আসন থেকে একজন করে মনোনয়ন দিলে, আমরা প্রার্থী বিবেচনা করে, তাদের সমর্থন করার চেষ্টা করবো, কিন্তু একাধিক নেতাকে মনোনয়ন দিয়ে, রাজনীতির ইমেজ কে তারা নষ্ট করেছে। তারা যদি বিজয়ও লাভ করে, তাহলে তো তাদের জীবন জেলখানাতেই কেটে যাবে। তাহলে তাদের বিজয়ী করে লাভ কি?
টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। তবে এ আসনে ঐক্যফ্রণ্টের একাধিক প্রার্থী দেয়া হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।