ইসলামপুর সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা

S M Ashraful Azom
0
ইসলামপুর সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর,জামালপুর প্রতিনিধি : জামালপুর ও ইসলামপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জামালপুর-২ আসনের জাপা‘র প্রার্থী মোস্তফা আল-মাহমুদ। 

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জাপা মনোনীত প্রার্থী মোস্তফা আল-মাহমুদ তার বক্তব্যে জামালপুর তথা ইসলামপুর কে পরিবর্তনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি এমপি হতে পারলে জামালপুরের সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। এ সময় উপজেলা জাপা‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপু, আব্দুস সালাম ঘুনু, আনোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মী এবং জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

মোস্তফা আল-মাহমুদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top