কুড়িগ্রাম-৪আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২২জন

S M Ashraful Azom
0
কুড়িগ্রাম-৪আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২২জন

রৌমারী প্রতিনিধি: আসন্ন ১১তম জাতীয় সংসদ র্নিবাচনে কুড়িগ্রাম-৪আসনে (রৌমারী,রাজিবপুর ও চিলমারী) ২৫জন মনোনয়নপত্র কিনেছেন। তাদের মধ্যে ২২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ বুধবার কুড়িগ্রাম-৪ আসনে ২২জন র্প্রার্থী এসব মনোনয়নপত্র জমা দিলেন।

তারা হলেন, রৌমারী উপজেলা আ‘লীগ সভাপতি মো. জাকির হোসেন (নৌকা), উপজেলা বিএনপি সভাপতি মো.আজিজুর রহমান এবং রাজিবপুর উপজেলা বিএনপি সভাপতি ও অধ্যক্ষ মো মোখলেচুর রহমান ধানের শীষ. এমপি রুহুল আমিন জাতীয় পার্টি জেপি (বাইসাইকেল), সাবেক মেজর মো.আশরাফ উদ দৌল্লা তাজ জাতীয় পার্টি এরশাদ (লাঙ্গল) আলহাজ মো.আনসার আলী ইশা (হাতপাখা),মো. শাহআলম জাকেরপার্টি (গোলামপফুল) মো. মহিউদ্দিন বিপ্লবী ওয়ার্কাস পার্টি (কোঁদাল), মো. আবুল বাশার মঞ্জ বাসদ (মই),মো. আব্দুস ছালাম ওরফে কালাম গণতন্ত্রপার্টি, মো. আবু সাইদ খেলাফত মজলিস ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ডা: ইমরান এইচ সরকার, সাবেক এমপি মো. গোলাম হাবীব দুলাল, মো. এ্যাড.জাহাঙ্গীর আলম, মো. ইমান আলী ইমন, সামছুল হক মৌলভী, কেএম ফজলুল হক মন্ডল, মোস্তাফিজুর রহমান, মো.আবুল হাশেম, অধ্যক্ষ মো. ইউনুস আলী, মো.বাবুল খান, মো. আবিদ আলভী জ্যাপ। শুধ মাত্র ৩জন জমা দেননি। তারা হলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মজিবুর রহমান বঙ্গবাসি, মোছা, মমতাজ হোসেন লিপি ও মো.সাইদুর রহমান সোহেল।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top