ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২৫

S M Ashraful Azom
0
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২৫
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হাজরাবাড়ী নামকস্থানে আনছারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্্েরা ঝ-১১-০২০১) নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আফছার আলী নামে ১ জন যাত্রী নিহত হয় এবং ২৫ যাত্রী আহত হয়। নিহত আফছার আলী ধনবাড়ী উপজেলার জামতলী পোড়াবাড়ী গ্রামের আ. হামিদের ছেলে। আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতারে ভর্তি করা হয়েছে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সির্ভিসের ২টি ইউনিট ও ধনবাড়ী থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আতহদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top