
জামালপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ইসলামপুর আসনে গ্রুপিং ও হামলা মামলার কারনে স্তব্দ হওয়া সহ আগামী নির্বাচনে জয় হতে পারবেনা জেনেই আত্বগোপনে চলে গেছে বিএনপি।
দলীয় সূত্রে জানাগেছে, টানা চারবার চেষ্টা করে ততকালীন আওয়ামী গ্রুপিংয়ের কারনে ২০০১সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সুলতাম মাহমুদ বাবু সহজেই এই আসন থেকে নির্বাচিত হন।
তিনি গোপনে বিভিন্ন এলাকায় গিয়ে দলকে সু সংগঠিত করেছেন বলে দলীয় সুত্রে জানাগেছে। বিএনপির মধ্যে অভ্যান্তরীন দলীয় কোন্দল চরমে থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে সঠিক নেতৃত্বে অভাবে নানা দ্বিধাদন্ডের এখনো রয়েছে।
এবারের নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। এখানে বিএনপির ভোট থাকলেও আদিপত্য রয়েছে আওয়ামীলীগের । তবুও সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাব ুদলীয় মনোনয়ন পাওয়ায় তার গুপের নেতাকর্মীরা মাঠ গোপনে গোপনে ভোট চাইলেও কোন আমেজের দেখা নেই। নেতাকর্মীদের প্রকাশে কোথাও সভা সমাবেশ ও ভোট প্রার্থনা করতে এখনো দেখা যাইনি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরেজমিনে গিয়ে পোষ্টার লিফরেট দেখা গেলেও কোন নেতাকর্মীকে দেখা যায়নি। এছাড়াও দলের করুণ অবস্থা সৃষ্টি হওয়ায় দল ছেড়ে অনেকের যোগ দিচ্ছেন আওয়ামী লীগে। ইতিমধ্যে উপচেলা বিএনপির তথ্য সম্পাদক,ছাত্র বিষয়ক সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ প্রতিটি ইউনিয়নের অধ্যবধি পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী যোগদান করেছেন। আগামী নির্বাচনে সূচনীয় পরাজয় হবে যেনেই তারা আগে থেকে মুজিব আদর্শকে লালন করা শুরু করেছেন। ইসলামপুরে খোটের আগেই বিএনপির আরো সুচনীয় হবে বলে অনেককেই জানিয়েছেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।