
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ে ২৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বোরহান আলী (৩৯) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গভীর রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের ছোটখোচাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতার হওয়া বোরহান আলী দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দলুয়া গ্রামের আব্বাস আলীর ছেলে বলে জানাযায়।
রোববার ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই শামীম বাদী হয়ে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ও মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মাদক নির্মূল করার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধ পরিকর। মাদক ব্যবসায়ীদের দৌরাত্য কমানোর জন্য এভাবেই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ডিবি পুলিশ দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে ধারণ করে মাদক দমনে অভিযান পরিচালনা করছে।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।