সখীপুরে পুলিশের গাড়ীতে হামলায় ৩ কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য আহত

S M Ashraful Azom
0
সখীপুরে পুলিশের গাড়ীতে হামলায় ৩ কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য আহত
টাঙ্গাইল  প্রতিনিধ: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তিন কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সড়ক) গাছ ফেলে এ হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের পক্ষ থেকে থানা ভবন অথবা সখীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা প্রস্তুতি চলছে।

আহত চার পুলিশ সদস্যকে রাত দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আইয়ব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

এছাড়াও হামলায় আহত সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত থেকেই উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, দিবাগত রাত ১২টার দিকে বড়চওনা বাজার থেকে এসআই আইয়ুবের নেতৃত্বে পিকআপভ্যান নিয়ে টহল পুলিশের দলটি বড়চওনা বাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে এলে সড়কে গাছ থাকায় গাড়ির গতি কমিয়ে আনা হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই প্রায় শতাধিক দুর্বৃত্ত লাঠি-সোঁটা নিয়ে ওই গাড়িতে হামলা চালায়। পিকআপটি ভাঙচুর করে। এ হামলায় চার পুলিশ সদস্য আহত হন। সংবাদ পেয়েই সখীপুর থানা উপজেলার বিভিন্ন স্থানে থাকা পুলিশের টহল বাহিনী বড়চওনার ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত ওই চার পুলিশকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ওসি’র অভিযোগ, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ নেতা আহত হওয়ার মামলার প্রধান আসামি কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকারের নেতৃত্বেই পুলিশের ওপর এ হামলা চালানো হয়েছে প্রাথমিক তদন্তে এ তথ্যই জানতে পেরেছেন তিনি। এছাড়াও অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আবদুল হালিম উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার প্রধান আসামী। তাকে গ্রেফতার করতে গিয়েই এ হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা বলেই তিনিই এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে।

তবে বীর মুক্তিযোদ্ধা ও কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকার লাল জানান, পুলিশ ঐক্যফ্রন্ট ও কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীদের আতংকিত করতে পুলিশ বেপরোয়া অভিযান শুরু করেছেন। এ গ্রেফতার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার রাতে আমাকে গ্রেফতার করতে আমার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। তবে আমাকে না পেয়ে ঢাকায় কর্মরত আমার ছেলে শাওন (৩০) আটক করে পুলিশ। এখন আওয়ামী বিরোধীদের দমন করতে পুলিশ নিজেদের গাড়ী ভাঙচুর করে গ্রেফতার বাণিজ্য চালানোসহ সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের নাটক সাজিয়েছেন। মিথ্যা মামলায় বিরোধীদের দমননীতি ও হয়রানীর এটি একটি প্রক্রিয়া বলেও দাবি করেন তিনি। অপর দিকে সমাবেশে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সখীপুর থানা আওয়ামী লীগের নেতৃত্বে বড়চওনা এলাকায় মিছিল-সমাবেশ করা হয়। পুলিশের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top