টাঙ্গাইলে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী’র আ’লীগে যোগদান

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী’র আ’লীগে যোগদান
সেবা ডেস্ক:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৫ (সদর) আসনের গালা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-৫ (সদর)আসনের আওয়ামীলীগের মনোনিত এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার মানুষের আরোও স্বপ্ন বাস্তবায়িত হবে। আমার সামনে যারা বসে আছেন। আপনারাই পারেন বাংলাদেশকে বদলে দিতে। আর এর দিক নির্দেশনা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ কিনা হয়েছে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, পদ্মাসেতু, মেট্রোরেলের মত বড় প্রকল্প, খাদ্যে স্বংয়সম্পূর্ণ, কিংবা বিদ্যুৎ জ্বালানি সর্বক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়েছে গোটা বিশ্বে। এ নির্বাচন হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তি সমৃদ্ধির দেশ গড়ার এক মাইলফলক।
গালা ইউনিয়ন আওয়ামীলীগ এর নৌকা মার্কার নির্বাচনী সভায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫(সদর) আসনের আওয়ামীলীগের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনের নৌকাকে বিজয়ী করার লক্ষে গালা ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। বুধবার বিকেলে গালা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নৌকার মার্কার জনসভায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনের সমর্থনে দিয়ে বিএনপির ওই নেতাকর্মীরা বিশাল এক নৌকা নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। 
সদ্য আওয়ামীলীগে যোগদান করা গালা ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম জানান, গত পাঁচ বছরে এ গালা ইউনিয়নে এমপি ছানোয়ার হোসেন যে উন্নয়ন করেছেন এবং শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখেছেন তা আমাদের মুগ্ধ করেছে। এছাড়াও তিনি অত্যন্ত নম্র ও ভদ্র মানসিকতা সম্পন্ন একজন মানুষ, যা আমাদের অভিভুত করেছে। তাই এ মানুষটির পাশে থাকাসহ তাকে বিজয়ী করার দায়বদ্ধতা থেকেই আমরা সতস্ফ্রর্তভাবে আওয়ামীলীগে যোগদান করেছি। 
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান রফিক, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আমিরুল ইসলাম খান শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ কুমারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top