এমপি আবুল কালাম আজাদ-একজন সৎ ও মেধাবী রাজনীতিবীদের প্রতিচ্ছবি

S M Ashraful Azom
0

সেবা ডেস্ক: বাপের আমল থেকেই বাড়ির সামনে দেখে এসেছি পোস্টার। পোস্টারে নৌকা আর শান্ত ধীরস্থির ব্যাক্তিত্তবান মেধাবী এই মুখ। ইলেকশনের সময় লাগিয়ে যেতো এই পোস্টার। দুস্টু পোলাপান যেনো ছিড়তে না পারে এজন্য আব্বার ইংগিতে বেশ উচুতে লাগানো হতো ।

৫ বছর পর পর ইলেকশনে পুরণো পোস্টার রিপ্লেস হতো । তার আগে এই পোস্টার ছেড়া হতো না। বাপজানের বিশেষ এই পোস্টার পলিসি, পোস্টার প্রীতিতে হিংসে করতো গ্রামের অনেকে।
তো জীবনভর দেখে এলাম  ইলেকশনে বিপুল ভোটে জয়ী হতেন পোস্টারের এই প্রিয় নেতা। ইলেকশনের দিন সন্ধ্যায় মানিক মিস্টান্ন ভান্ডারের মিস্টি এনে হাতে ধরিয়ে দিতেন আব্বা। ব্যাস। এই হলো পোস্টার নিয়ে আমার শিশুকালের সুখ স্মৃতি কথা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতোকোত্তর সক্রেটিস এই লীডার  দায়িত্তবান এবং বিশস্ত বলেই জীবনে হাই প্রোফাইল চাকুরী করেছেন অনেক।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অভিযাত্রার কৌশল, পরিকল্পনা, নীতি নিরধারনে দেশের জাদরেল সাংসদের মত তিনিও বিনিয়োগ করেছেন তার মেধা ও ধীরস্থির চিন্তন শক্তি। কত সাধুপুত্রের নামে কত অসাধু কথা কানে আসে আজকাল। ভাবা যায়! এই নেতার নামে শুনিনি কোন করাপশনের কথা। আপনি শুনেছেন কখনো?  তরুণদের কেউ মুখ ফসকে বলতে পারেন, কাকে চাকুরী দিয়েছেন তিনি? ব্যাপারটা বুঝতে হবে, অত মানুষকে চাকুরী সবসময় দেয়া সম্ভব হয় না। জী না।  তিনি আমাকেও চাকুরী দেননি।  কোন পরিচয়ও নেই।  দেখেছি কেবল টিভিতে, পেপারে, ছবিতে।  খাটো চেহারার Size does not matter to chopping wood.  ফ্যাসফেসে কন্ঠের এই নেতাকেই  আমি মন থেকে শ্রদ্ধা করি।  তিনি জামালপুর ১ আসনের সাংসদ, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
জয়তু আবুল কালাম আজাদ।।

শেখ আনোয়ার
লেখক ও তথ্যচিত্র সম্পাদক

⇘সংবাদদাতা: শেখ আনোয়ার
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top