![]() |
| সঞ্জয় কুমার রায় |
সেবা ডেস্ক: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা’র এক পিতা তার অসূস্থ্য পূত্রকে বাঁচাতে সমাজের বিত্ত্ববানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
জানা যায়, উপজেলার বাউসী বাজার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হাউজের ১ নং কক্ষের স্থায়ী বাসিন্দা ও বাউসী বাজার আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নারায়ণ চন্দ্র রায় এর একমাত্র মেধাবী পুত্র সন্তান সঞ্জয় কুমার রায় (১৭) এইচ.এস.সি পরীক্ষার আগে হঠাৎ ষ্টোক করে প্যারালাইজড ও ব্রেন টিবি রোগে আক্রান্ত হয়। ফলে তার লেখাপড়া থমকে যায়।
প্যারালাইজড ও ব্রেন টিবি রোগে আক্রান্ত সঞ্জয়ের ইচ্ছা সুস্থ্য হয়ে লেখাপড়া শেষ করে বড় কোন চাকুরী করে তার অভাব-অনটন সংসারের হাল ধরবে। হাল ধরবে দেশের মানুষের।
কিন্তু অসূস্থ্য সঞ্জয় এর সু-চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। যা সঞ্জয়ের বাবার সংগ্রহ করার সামর্থ নাই। তাই সঞ্জয়র বাবা নারায়ন চন্দ্র রায় বিভিন্ন ভাবে এ বিষয়ে সমাজের বিত্ত্ববান থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের নিকট বিষয়টি বার বার নজরে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে নিরাশায় পড়ে গেছে সঞ্জয়, উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখলেও তা যেন স্বপ্নই থেকে যাচ্ছে তার কাছে।
এ বিষয়ে সঞ্জয় এর পিতা নারায়ন চন্দ্র রায় এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সহায় সম্বলহীন ও নিতান্তই গরীব মানুষ। ছেলের সঠিক চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরপর প্রায় দুই মাস চিকিৎসা করি, কিন্তু সেই চিকিৎসায় কোন ভালো ফল না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছেলেকে সুদূর ভারতের ভেলুর (CMC) তামিল নাডু হাসপাতালে ভর্তি করে দীর্ঘ ৩ মাস ১৮ দিন সেখানে অবস্থান তাদের সু-চিকিৎসায় ছেলেটি মোটামুটি সুস্থ্য হয়। চিকিৎসা খরচ বাবদ সেখানে আমার প্রায় ১০-১২ লক্ষ টাকা খরচ হয়, এখন আমি নিঃস্ব প্রায়। কিন্তু ছেলের অবস্থার ক্রমস অবনতিরর দিকে যাচ্ছে, তাই আবারও ছেলেকে জরুরী ভিত্তিতে ভারতের ভেলুর (CMC) তামিল নাডু নেয়া প্রয়োজন।
কিন্তু বর্তমানে আমি অত্যন্ত অসহায় ও নিরুপায় বিধায় আমি সমাজের বিত্ত্ববানদের প্রতি আহ্বান জানাই, আমার একমাত্র পুত্রকে বাঁচান, এ বিষয়ে তিনি আরও বলেন, ইতিপূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেজিষ্ট্রি ডাকযোগে আবেদন পত্র প্রেরণ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা না পেয়ে আমি নিরুপায়। তিনি বলেন, সবাই শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার ছেলে সূস্থ্য হচ্ছে না।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।