সরিষাবাড়ীতে আওয়ামী লীগ প্রার্থী মুরাদ হাসানের জমজমাট প্রচারণা

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ প্রার্থী মুরাদ হাসানের জমজমাট প্রচারণা
সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সুসংগঠিত ও আওয়ামী লীগের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের ধারাবাহিক বর্ধিত সভা চলছে। সোমবার বিকেলে উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের এমপি প্রার্থী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ‘গরিবের ডাক্তার’ খ্যাত সাবেক এমপি ডা. মুরাদ হাসান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফতেহ লোহানী, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিংনা সুজাত আলী অনার্স কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা সাইদুল হাসান।
Awami League candidate Murad Hassan Jamjamat campaign in Sharishabari
আওয়ামী লীগ প্রার্থী ডা. মুরাদ হাসানের গণসংযোগ
এদিকে বর্ধিত সভা ছাড়াও ডা. মুরাদ হাসান নির্ঘূম প্রচারনা চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে পথসভা, মিছিল ও নির্বাচনী গণসংযোগ করছেন। রবিবার ও সোমবার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া, শুয়াকৈর, ধারাবর্ষাসহ বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এছাড়া পৌরসভার শিমলাপল্লী, তাড়িয়াপাড়া, চাঁদ শিমলা, কামরাবাদ, মাইজবাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়। এ সময় ডা. মুরাদ হাসানের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, যুবলীগ সভাপতি একেএম আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডা. মুরাদ হাসান দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। গণসংযোগকালে নৌকার পক্ষে এলাকায় এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।


⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top