
রৌমারী প্রতিনিধি: ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে মুলকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার ৪নং ওয়ার্ডে রতনপুর কমিউনিটি ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আবুল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রৌমারী হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল আওয়াল, সদস্য সচিব ও সিএইচসিপি মোছা. নাসরিন আকতার, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের মুলকমিটির সদস্য মো. আসান আলী, মো.সাইফুল ইসলাম, মো ছাত্তার মিয়া, মো. সামছুদোহা প্রমূখ।
বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা এলাকার মানুষের দোড়গোড়ায় পৌছে গেছে। সর্বস্তরের মানুষ এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে। এতে এলাকার মানুষ কষ্ট ও অর্থ খরচ থেকে রেহাই পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতী মায়ের, কিশোর-কিশোরী, অপুষ্টিজনিত শিশু, ডায়রিয়া, নিউমোনিয়া, নবজাতকসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
তারা আরোও বলেন বর্তমান সরকারের স্বপ্ন চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌছানো সাফল্য অর্জন করেছে। প্রতি ওয়ার্ডে ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মান করেছেন। সেখানে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লিনিক থেকে চিকিৎসা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক থেকে মোট ২৮ প্রকার ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। রৌমারী উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে ৩২ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।