
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় ভোটারদের উদ্দ্যেশে সোহেল হাজারী বলেন, আপনাদের কালিহাতী উপজেলার উন্নয়নের দায়িত্ব আমার। নো চিন্তা ডো ফুর্তি। তিনি আরো বলেন,১৮ মাস সংগ্রাম করে কালিহাতী উপজেলা বাস্তবায়ন করেছি। আজ স্বপ্ন নয়, জনগণের স্বপ্ন পূরণ করেছি, উন্নত উপজেলা সৃষ্টি করে। আর যদি আওয়ামীলীগ ক্ষমতায় না আসে তবে এ উন্নয়ন ব্যাহত হতে পারে।
এক পর্যায়ে হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী ৩ শে ডিসেম্বর ভোটকেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি আশা করি আপনারা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। কেন না এই নৌকা আপনাদের কালিহাতী উপজেলা উপহার দিয়েছেন শেখ হাসিনা। জনগণের দাবির মুখে যোগারচর ব্রিজ প্রসঙ্গে বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী আমি। আগামী মাসের মধ্যে এই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ছিলো কিন্তু কোন উন্নয়ন হয়নি। যে নৌকার পক্ষে কাজ করেছে ১৫ দিন আগে সে আসছে ধানের শীষ নিয়ে। এরা রাতে ভোট খুঁজতে পারে আপনারা সর্তক থাকবেন। মা বোনদের বুঝাবেন নৌকায় যেন ভোট দেয় তারা।
⇘সংবাদদাতা: মনির হোসেন
⇘সংবাদদাতা: মনির হোসেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।