
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে অবসরপ্রাপ্ত অর্ধশত সশস্ত্র বাহিনীর সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অঙ্গিকার করলেন।
শনিবার ধনবাড়ী খাদ্য গুদাম রোডে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার কার্য্যালয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের এক সভায় মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাকের নৌকা প্রতীকের পক্ষে কাজ করার এ অঙ্গিকার ব্যক্ত করেন। প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আ. সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আ. রহমান, মোজাম্মেল হোসেন, সার্জেন্ট (অবঃ) সাহেব আলী, জয়নাল আবেদীন প্রমূখ।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।