
রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০জন প্রশিক্ষণার্থীর মাঝে ১০টি সেলাই মেশিন ও দুই জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে দক্ষিণ কোরিয়া ভিত্তিক দাতা সংস্থা বাংলাদেশ প্রেসবিটারিয়ান মিনিস্ট্রি অর্থায়নে সেন্টার ফর সোস্যাল ডেভেলমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) সংস্থার বাস্তবায়নে রৌমারী উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, বিপিএম এর চেয়ারম্যান তরুন চাম্বুং , সিএসডিকে এনজি’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, বিপিএম কমিটির সভাপতি আনিছুর রহমান ছক্কু, সিএসডিকে সহকারী পরিচালক মো. আমির হোসেন প্রমূখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।