
সরিষাবাড়ী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসানের পক্ষে নেমেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট প্রদানের আহ্বানে মাঠে নেমেছেন তাঁরা। ফলে প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন নৌকার মাঝি ডা. মুরাদ হাসান।
উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী, রামপুর, চানপুরসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন কমান্ডার মোশারফ হোসেনের নেতৃত্বে ষাটোর্ধ ১৫-১৬ জন মুক্তিযোদ্ধা প্রতিদিন পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইছেন। ছোটবড় সকলের দোয়া ও সমর্থন কামনা করে নৌকার লিফলেট এবং সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরছেন। এ সময় মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা, জয় বাংলা’ বলে শ্লোগান দিতে দেখা যায়। মুক্তিযোদ্ধা আব্দূল আজিজ শ্লোগানের নেতৃত্ব দেন।
প্রতিবেদকের সাথে আলাপকালে আওনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এবং আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা ও একাত্তরের স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করে শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন করা হয়েছে। এছাড়া এ সরকারের উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ এখন বিশ্বের বুকে সমুজ্জ্বল। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় এ সরকারকে পুণরায় রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’
এ আসনের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান সম্পর্কে মুক্তিযোদ্ধারা জানান, ‘তাঁর বাবা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদার ছিলেন একাত্তরের রণাঙ্গণের সংগঠক ও জাতির পিতার সহচর। তাঁর সুযোগ্য ছেলে নবম সংসদে এমপি হয়ে এলাকায় অনেক উন্নয়ন করেছেন। পুণরায় তাঁকে এমপি নির্বাচিত করা সময়ের দাবি।’ ছবি: সরিষাবাড়ীতে নৌকার পক্ষে ভোট চাইছেন মুক্তিযোদ্ধারা।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।