জামালপুর পৌরশহরে মোজাফফর হোসেনের নির্বাচনী প্রচারণা

S M Ashraful Azom
0
জামালপুর পৌরশহরে মোজাফফর হোসেনের নির্বাচনী প্রচারণা

মিঠূ আহমেদ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার মাঝি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

আজ ১৫ডিসেম্বর শনিবার দিনব্যাপী জামালপুর পৌরশহরের বাইপাস মোড় থেকে শুরু করে বকুলতলা পর্যন্ত প্রধান সড়কের পথচারী, ব্যবসায়ী ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন নৌকার মাঝি মোজাফফর হোসেন। সঙ্গে ছিলেন জামালপুর আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ।

মোজাফফর হোসেন ভোট প্রার্থনাকালে বলেন, আমাকে আপনাদের সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের মাঝি করে পাঠিয়েছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো বলেই আপনাদের মাঝে এসেছি। যদি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় এবং আমি জামালপুুর-৫ সদর আসনের এমপি হতে পারি তাহলে সদর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে যা করনীয় তাই করবো ইনশাআল্লাহ।
Election campaign of Mojaffar Hossain of Jamalpur Municipality
নির্বাচনী প্রচারনায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অ্যাডভোকেট এইচআর জাহিদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য হেলাল উদ্দিন, রানা পাল, সিদ্দিকী নাজমুল আলম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতী, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক আজাদ মোল্লা, ৭নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়ক কৃষিবিদ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ রাসেল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা, যুগ্ম আহ্বায়ক ফারহানা সোমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ জেলা, শহর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
⇘সংবাদদাতা: মিঠূ আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top