![]() |
| সরিষাবাড়ীতে নির্বাচন উপলক্ষে ‘সম্প্রীতির বাংলাদেশ’ সংগঠনের সমাবেশ |
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী সাবেক এমপি ডা. মুরাদ হাসানের পক্ষে ‘সম্প্রীতির বাংলাদেশ’ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় এতে সভাপতিত্ব করেন। সমাবেশে এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সহ-সভাপতি মনির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী সাইফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বলেন, ‘আমি নবম সংসদের এমপি ছিলাম, এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আবারো এমপি নির্বাচিত হলে সরকারের আকাশচুম্বি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত এলাকা গড়বো।’
সভাপতির ভাষণে নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পরও দেশ পুরোপুরি রাজাকার ও পাকিস্তানের প্রেতাত্মামুক্ত হয়নি। বিএনপি রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। আগামীতে যেন কোনো সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য পুণরায় আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বলেন, ‘আমি নবম সংসদের এমপি ছিলাম, এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আবারো এমপি নির্বাচিত হলে সরকারের আকাশচুম্বি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত এলাকা গড়বো।’
সভাপতির ভাষণে নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পরও দেশ পুরোপুরি রাজাকার ও পাকিস্তানের প্রেতাত্মামুক্ত হয়নি। বিএনপি রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। আগামীতে যেন কোনো সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য পুণরায় আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।