
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর প্রতিনিধি ॥ জামালপুর-২,ইসলামপুর আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এর প্রচারণার জন্য নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগ আরো একটি অফিস উদ্বোধন করেছে।
জানাগেছে, শনিবার সন্ধ্যায় নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া তালেবান মোড় নামকস্থানে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এ অফিস উদ্বোধন করেন।
এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবু মুছা সরকার,মামুনুর রশিদ,লেমন মিয়া,সাবেক সহ সভাপতি আশরাফ আলী সরকার,যুগ্ম সস্পাদক জুয়েল মিয়া,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক জাকির হোসেন,কাসেম আলী ফয়সাল সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ,ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা-আগামী ৩০ডিসেম্বর নির্বাচনের নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রাথর্না করা সহ ইউনিয়নবাসীকে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।