
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে বিএপি’র অর্ধ শতাধিক নেতা-কর্মীরা আ’লীগে যোগদান করেছেন। ১৫ ডিসেম্বর দিবাগত রাতে পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি-জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক -জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
যোগদানকারিরা হলেন-জামালপুর শহর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সিদ্দিকী মামিন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ফুরকানুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, হাজী মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
যোগদানকারিদের মধ্যে আশরাফুল ইসলাম সিদ্দিকী মামিন অনুভূতি ব্যক্ত করে বলেন-দেশের উন্নয়নে শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন বাড়াতেই বিএনপি থেকে আ’লীগে যোগদান করলাম। জেলা আ’লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সফি সালে গেন্দা, শহর আ’লীগের সভাপতি হাজী মাসুম রেজা রহিম, সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক উসমান গণি মুসা, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফুসহ অন্যান্য নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।