![]() |
| সরিষাবাড়ীতে নির্বাচন উপলক্ষে ‘সম্প্রীতির বাংলাদেশ’ সংগঠনের সমাবেশ |
সমাবেশে এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সহ-সভাপতি মনির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী সাইফ উদ্দিন আহমেদ।
সমাবেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত দেশ গড়ার উপর গুরুত্বারোপ করে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পরও দেশে রাজাকার-পাকদোষর এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে পরাজিত করতে মতামত ব্যাক্ত করা হয়। এ জন্য পুণরায় আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার উপর গুরুত্বারোপ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।