
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর-২,ইসলামপুর আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল নৌকা বিজয়ের মিশনে কাজ করছেন। এ উপলক্ষে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক, বর্ধিত সভা, কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভাসহ তৃণমুলে মাঠ চষে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই দুলাল এমপি’র গণসংযোগ মাঠপর্যায়ে প্রভাব পড়েছে।
নির্বাচনী প্রচারণা ছাড়া এখন অন্য কোন কাজে সময় অতিবাহিত করছেন না। বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ভ্রমন করছেন। ভোটার ও দলীয় নেতা-কর্মীদের স্বউদ্যোগে পথসভার আয়োজন করছেন। সেখানে তিনি মানুষের ডাকে সাড়া দিচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুলাল এমপি বলেন-নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণাকেই প্রধান্য দিচ্ছি বেশি। তিনি মনে করেন-শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ীর বিকল্প নেই। এজন্য নেতা-কর্মীরাও ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এতে তিনি সফলতা অর্জনের আশাবাদী শতভাগ। গণরায় আদায়ে তাঁর এই মিশন সফলতা অর্জন করবে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।