ড. কামাল একজন ষড়যন্ত্রকারী- মির্জা আজম এমপি

S M Ashraful Azom
0
ড. কামাল একজন ষড়যন্ত্রকারী- মির্জা আজম এমপি

জামালপুর সংবাদদাতা ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার, আর ড. কামাল একজন ষড়যন্ত্রকারী।

শুক্রবার সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ মালিবাগ মোড়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ড. কামাল ও সুলতান মনসুর ষড়যন্ত্রকারী। তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সে কারণে তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মীর্জা আজম বলেন, যদি কোনভাবে বিএনপি ক্ষমতায় যেতে পারে, তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। হিংস্র বাঘের মত আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর ঝাপিয়ে পড়বে। 

আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সদস্য পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাবে না। তিনি এলাকার উন্নয়ন চিত্র তোলে ধরে বলেন, জামালপুরে প্রায় ৪০ হাজার কোটি টাকার কাজ চলছে। আবার ক্ষমতায় এলে আরও ৭০ হাজার কোটি টাকার কাজ হবে। 

দলীয় কোন্দল সর্ম্পকে মীর্জা আজম বলেন, সকল কোন্দল ভুলে একমাত্র দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ মন্ত্রী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন। 

অতিথিদের কোহিনুর এমদাদ এগ্রো প্রডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক এমদাদ ফুলের তোরা দিয়ে বরণ করেছেন। বকশিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রেখেছেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বকশিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন কমান্ডার, কৃষি বিষয়ক সম্পাদক একেএম হান্নান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বকশিগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ূম, বকশিগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হাসান আলমাছ, নীলাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মাস্টার, বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী হোসেন আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির সবুজ প্রমূখ। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেছেন আওয়ামী নেতা সাবেক ভিপি জিয়াউল হক জিয়া।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top