লিয়াকত হোসেন লায়ন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত জামালপুর-২ আসনের সদর উপজেলাসহ প্রতিটি ওয়ার্ড এর নেতাকর্মীরা।
জামালপুর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছে ফরিদুল হক খান দুলাল। নৌকার বিজয় নিশ্চিত করতে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খান দুলাল সহ তৃনমুল নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে যেয়ে তুলে ধরছে আওয়ামীলীগ সরকারের নানান উন্নয়ন মুলক কর্মকান্ডসহ এই সরকারের সাফল্যের কথাও। ভোটারদের কাছে গিয়ে দোয়া এবং নৌকার ভোট চাইছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকেই প্রচার প্রচারনায় নেমে পড়েন সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খান দুলাল । দলের মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর পরই জামালপুর-২ আসনের পুরো এলাকায় নৌকার বিজয়ের জন্য নির্বাচনী কার্যক্রম জোরেসোরে শুরু করেন। প্রায় প্রতিদিনই জামালপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নির্বাচনের বিষয়ে বৈঠক করছেন। আবার দলের ব্যানারে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা করছেন ফরিদুল হক খান দুলাল ।
সুষ্ঠু ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন তিনি। ইসলামপুরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে দেখা করে দোয়া এবং সহযোগিতা চাইছেন ফরিদুল হক খান দুলাল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহন করছেন তিনি। তবে নির্বাচনের আচরনবিধি মেনেই নির্বাচনী সভা-সমাবেশ বা উঠান বৈঠক করছেন তিনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলেই চোখে পড়ছে নৌকার প্রচার প্রচারনা। নৌকা প্রতীকে ভোট দিয়ে ফরিদুল হক খান দুলালকে নির্বাচিত করার আহ্বান করা হচ্ছে যোগাযোগ মাধ্যমে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।