
শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর সদর আসনের আ’লীগ প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের নির্বাচনী প্রচারণা মিছিল ২৩ ডিসেম্বর বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু এবং মহিলা লীগের নেত্রী সাবিনা ইয়াসমিন মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে একদিন ভোট দিন ৫ বছরের সেবা নিন। একদিন ভোট দিন শেখ হাসিনার সালাম নিনসহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
২৩ ডিসেম্বর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আ’লীগ প্রার্থী পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজমের নৌকার পক্ষে মোটর সাইকেল শোডাউন বের হয়। আদ্রা এবং ঘোষেরপাড়া ইউনিয়নের আ’লীগ- যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা শোডাউন বের করেন। দুপুর ২টা থেকে আদ্রা ইউনিয়নের কোঠের বাজার এবং ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শোডাউন বের হয়ে বিভিন্ন সড়ক-বাজার-মোড় প্রদক্ষিণ করেছে। শোডাউন চলাকারিরা নৌকার বিজয়ের পক্ষে ভোট প্রার্থনা এবং শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, দিন বদলের হাতিয়ার এবার আছে নৌকার জোয়ারসহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। অপরদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিবুলুল বারী রাজুর কাস্তে মার্কার পক্ষে নির্বাচনী সমাবেশ মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়। পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম শোডাউনের নেতৃত্ব দেন।
⇘সংবাদদাতা: শাহ্ জামাল
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।