![]() |
সরিষাবাড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান |
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আরএনসি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুর রউফ গফুর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বলেন, ’জীবন বাজি রেখে নৌকার বিজয় নিশ্চিত করা হবে। বিজয়ের মাধ্যমে বিএনপির সন্ত্রাসীদের কবর রচনা করা হবে। রাজাকারের বাচ্চাদের আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দেওয়া হবে না।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।