
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন পৌরসভায় বিশ্বব্যাংক কর্তৃক বাস্তবায়িত লোকাল গভর্নমেন্ট স্ট্রেনদেনিং প্রোজেক্ট’র অধীনে তথ্য অধিকার বাস্তবায়ন শীর্ষক কর্মসূচি টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।
১৮-১৯ ডিসেম্বর দুইদিন ব্যাপী কর্মসূচি কালিহাতী পৌরসভা হলরুমে তথ্য অধিকার বাস্তবায়ন বিষয়ে থার্ড পার্টি মনিটরিং (টিপিএম) এর কাজ চলমান রয়েছে। “ডিলয়টি ইন্ডিয়া” কাজটি মনিটরিং করছে এবং কালিহাতী নাগরিক উদ্যোগ সার্বিকসহায়তা করছে। টিপিএম এর অংশ হিসেবে কালিহাতী পৌরসভার নাগরিকরা সুবিধা পাবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলার শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, নাগরিক উদ্যোগ কালিহাতীর এরিয়া অফিসার ফজিলা আক্তার লিপি, সহকারী অফিসার সেলিম ফকিরসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: মনির হোসেন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।